প্রকাশিত: Mon, Dec 12, 2022 5:27 PM আপডেট: Wed, May 7, 2025 9:15 AM
জ্বালানিসাশ্রয়ী বস্ত্র উৎপাদনে বাংলাদেশকে সহায়তা দেবে এডিবি
সালেহ্ বিপ্লব: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) টেকসই ব্যবস্থায় বস্ত্র উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জ্বালানি-সাশ্রয়ী স্পিনিং মেশিনারি ও অন্যান্য সরঞ্জাম ক্রয় ও স্থাপনে সহায়তা করবে। এই লক্ষ্যে এনভয় টেক্সটাইল লিমিটেডের সাথে ১০.৮ মিলিয়ন ইউরোর (১১.২ মিলিয়ন ডলার) একটি চুক্তি করেছে এডিবি।
ঋণের অর্থে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়ায় এনভয়ের ম্যানুফ্যাকচারিং প্লান্টে দ্বিতীয় সুতা স্পিনিং ইউনিট স্থাপন করা হবে। নতুন স্বয়ংক্রিয় এবং অধিক জ্বালানি-সাশ্রয়ী ইউনিটটির বার্ষিক সুতা উৎপাদন ক্ষমতা হবে ৩,৬০০ টন। এই সুতা মূলত ডেনিম কাপড় উৎপাদনে ব্যবহৃত হয়।
এডিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন স্পিনিং ইউনিটের নির্মাণ ও চালু করার ফলে ২৫০ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এডিবির প্রাইভেট সেক্টর অপারেশনস অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট অশোক লাভাসা বলেন, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি মূল চালিকাশক্তি, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০%-এর বেশি অর্জন করে। এনভয় বাংলাদেশে নেতৃস্থানীয় ডেনিম ফ্যাব্রিক প্রস্তুতকারক। আধুনিক স্পিনিং যন্ত্রপাতি সুতা উৎপাদন ক্ষমতা বাড়াবে, আমদানি করা সুতার ওপর নির্ভরতা কমাবে এবং শিল্পের দক্ষতা, স্থায়িত্ব ও জ্বালানি-সক্ষমতা বাড়াবে।
অশোক বলেন, এই প্রকল্পের মাধ্যমে এডিবি ২ দশক পর বাংলাদেশের টেক্সটাইল খাতে অর্থায়নে ফিরে এল।
এডিবি এও জানায়, প্রকল্পটি জ্বালানি-সাশ্রয়ী ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাবে। এছাড়া, এডিবি এনভয় টেক্সটাইলকে একটি জেন্ডার অ্যাকশন প্ল্যান তৈরিতে সাহায্য করবে, যা নারী কর্মীদের জন্য ক্যারিয়ারের সুযোগ বাড়াবে, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক সংগ্রহ এবং কর্মক্ষেত্রে লিঙ্গ-অন্তর্ভুক্তি বৃদ্ধি করবে। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ঈদের আগেই ব্রয়লার মুরগির দাম কেজিতে বাড়লো ৩০ টাকা, দেশি পেঁয়াজ ও আলুও বাড়তি
[১]২০২৩ সালে দেশে রেকর্ড ১০ কোটি ২৯ লাখ কেজি চা উৎপাদন
[১]১৩টি দেশে রপ্তানি হচ্ছে সিলেটের শিম
[১]ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক
[১]আফগানিস্তানে আফিম উৎপাদন ৯৫ শতাংশ কমেছে: জাতিসংঘ
[১]বাংলাদেশ ব্যাংকের ডাটাবেজ হাতিয়ে নেওয়ার দাবি [২]ভারতীয় হ্যাকারদের সাইবার হামলা ঠেকাতে পারলো না বাংলাদেশ

[১]ঈদের আগেই ব্রয়লার মুরগির দাম কেজিতে বাড়লো ৩০ টাকা, দেশি পেঁয়াজ ও আলুও বাড়তি

[১]২০২৩ সালে দেশে রেকর্ড ১০ কোটি ২৯ লাখ কেজি চা উৎপাদন

[১]১৩টি দেশে রপ্তানি হচ্ছে সিলেটের শিম

[১]ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

[১]আফগানিস্তানে আফিম উৎপাদন ৯৫ শতাংশ কমেছে: জাতিসংঘ
